কোন একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে কথা বলার যৌগ্যতা অর্জন করে নিতে হয়।।
তার সম্পর্কে জানতে হয়,তার পিছনের ইতিহাস ঘাটতে হয়।।
আমরা সামান্য একটু জেনেই এমন ডায়লগ ছাড়া শুরু করি যে আমিই সর্বজ্ঞানী।।।
-
যাইহোক...
একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে দুইটা জিনিসের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত..
১.পরিসংখ্যান/নাম্বার
২.তার পিছনের ইতিহাস...
-
অন্যথায় চুপ থাকাই শ্রেয়।।

Post a Comment